রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে জেসমিন ও সুমাইয়া নামের দুই বোনের মৃত্যু হয়েছে। নিহত জেসমিন তৃতীয় ও সুমাইয়া প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তারা এই এলাকার ইদ্রিস আলীর মেয়ে।
বুধবার (৩০ মে) হারাগাছের ধুনগারা দালালহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে জেসমিন ও সুমাইয়া বাড়ি সংলগ্ন তিস্তা নদীতে গোসল করতে যায় । তারা যে স্থানে গোসল করছিল তার পাশে থেকে বালু উত্তোলনের ফলে বিরাট খালের সৃষ্টি হয়। অসাবধানতাবশত প্রথমে সুমাইয়া সেই খালে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে জেসমিনও খালে পড়ে যায়।
নিহতের স্বজনরা অনেক চেষ্টার পর বেলা ৩টার দিকে দুই বোনের মরদেহ উদ্ধার করে।
হারাগাছ পৌরসভার কাউন্সিলর মামুন-অর-রশীদ দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান,স্থানীয় কিছু বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ওই জায়গায় বিরাট খালের সৃষ্টি হয়। সেই খালে পড়েেই ২বোনের মৃত্যু হয়েছে।
আজকের বাজার/এসএম