অব্যাহত বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে চরম আতংকে রয়েছেন তিস্তাপারের লোকজন।
বুধবার (০৪ জুলাই) ভোরে তিস্তা নদীর পানি ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচে ছিল।
এদিকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তা চরবেষ্টিত গ্রামগুলোতে পানি প্রবেশ করছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরম আতংকে রয়েছেন তিস্তাপারের লোকজন।
নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রন পূর্বাভাস ও সর্তকীকরণকেন্দ্রের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, বুধবার সকাল ৬ টায় ডালিয়ার তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি ৫২ দশমিক ৫৫ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয় (বিপদসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার)। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
যে কোনো সময় তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানান এই কর্মকর্তা। পানি বৃদ্ধির কারণে দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
আজকের বাজার/এমএইচ