উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি চতুর্থ দফায় আবারও বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদী সংলগ্ন ৫ ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বলে জানিয়েছেন ওইসব ইউনিয়নের চেয়ারম্যানরা।
শনিবার সকাল ৬টার দিকে তিস্তা নদীর পানি ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদ সীমার দশমিক ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সর্তকীকরণ কেন্দ্র জানায়, শুক্রবার রাত থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে যা শনিবার সকাল ৬টায় বৃদ্ধি পেয়ে ৫২ দশমিক ৮৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার)। পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতীফ জানান, ভারতের গজলডোবা থেকে হু হু করে পানি বাংলাদেশে প্রবেশ করছে। এর ফলে ভয়ঙ্কর বন্যা দেখা দিতে পারে।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘উজানের পাহাড়ি ঢলে তিস্তা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।’