বুধবার উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম, প্রতীকী পর্বত সহ নেতা কিম জং উনের সাদা ঘোড়ায় চড়ে বসার একটি ছবি প্রকাশ করেছে। পর্যবেক্ষকরা বলছেন ছবি দেখে তারা ধারণা করছেন সরকার কোন বড় নীতিগত পরিবর্তনের ঘোষণা দিতে যাচ্ছেন।
উত্তর কোরিয়ার সরকারী সংবাদমাধ্যম যে ছবি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে পায়েক্তু পর্বতের তুষারে আবৃত একটি বোনের মধ্যে দিয়ে কিম একটি বড় অশ্বারোহী দলের নেতৃত্ব দিচ্ছেন। ঐ দলে কিম জং উনের স্ত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা রয়েছেন। ২০১১ সাল থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার কিম বিভিন্ন সময়ে ঐ পর্বত সফর করেছেন। বিশেষ করে কোনো বড় সিদ্ধান্ত নেবার আগে। ২০১৭ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ার আগে এই একই সফর করেছিলেন কিম।
আজকের বাজার/লুৎফর রহমান