‘তুমি কখনো একা হাঁটবে না’- রোনাল্ডোর প্রতি সমবেদনা

কাল হাই ভোল্টেজ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটির সাত মিনিটের সময় পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও তার বান্ধবী জর্জিনিয়া রড্রিগেজের সদ্যোজাত সন্তানের মৃত্যতে শোক জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে প্রিয় তারকার পাশে থাকার অঙ্গীকার করেছে এ্যানফিল্ডে আগত লিভারপুল ও ইউনাইটেডের সকল সমর্থক।

হঠাৎ করেই মাঠের উত্তেজনা ছাপিয়ে পুরো স্টেডিয়ামের করতালি সকলকে এক মুহূর্তের জন্য আবেগপ্রবন করে তুলেছিল। কোনো বিষয়ে লিভারপুল আর ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তরা একমত হয়েছেন, একসঙ্গে কাজ করছেন, এমনটা সচরাচর না হলেও গত রাতে ঠিকই দেখা গেল।

উভয় দলের খেলোয়াড়রা রোনাল্ডোর এই কঠিন সময়ে তার পাশে থাকার প্রয়াসে হাতে কালো ব্যান্ড পড়ে খেলতে নেমেছিলেন। রোনাল্ডো ও রড্রিগেজ গত বছর অক্টোবরে যমজ সন্তান আগমনের সুখবর দিয়েছিলেন। কিন্তু সোমবার সন্তান দুটি ভূমিষ্ঠ হবার পর শুধুমাত্র মেয়ে সন্তানটিকে বাঁচানো গেছে, ছেলে সন্তানটি আর পৃথিবীর আলো দেখতে পায়নি। হাততালি দেওয়ার পাশাপাশি রোনাল্ডোর উদ্দেশ্যে লিভারপুল সমর্থকেরা গাইলেন সেই বিখ্যাত গান, ‘তুমি কখনো একা হাঁটবে না (ইউ উইল নেভার ওয়াক এ্যালোন)।’

মাঠের লড়াইকে ছাপিয়ে ব্যক্তিগত জীবনের এমন যন্ত্রণাদায়ক সময়ের মাঝে রোনাল্ডো আর তার পরিবার যেন একটু হলেও মানসিক প্রশান্তি পায়, সে কারণে এক মিনিটের জন্য শতাব্দী-পুরোনো বৈরিতা ভুলে গেলেন লিভারপুল সমর্থকেরা। কাঁধে-কাঁধ মিলিয়ে গানে-করতালিতে রোনাল্ডোকে জানালেন, ‘এ লড়াইয়ে তুমি একা নও, তুমি কখনো একা হাঁটবে না রোনাল্ডো।’

ইউনাইটেডের পক্ষ থেকেও এ ব্যপারে দেয়া বিবৃতিতে রোনাল্ডোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বলা হয়েছে, ‘পরিবার সবকিছুর থেকে গুরুত্বপূর্ণ। এই কঠিন সময়ে রোনাল্ডো তার পরিবারের পাশে রয়েছে। আমরাও তার পাশে আছি।’ খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান