যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার কুর্দি বাহিনীগুলোকে আক্রমণ করলে ‘তুরস্ককে অর্থনৈতিকভাবে ধ্বংস’ করে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার শুরু হওয়ার পর কুর্দি বাহনীগুলোর ওপর তুরস্কের হামলার সম্ভাবনাকে সামনে রেখে ট্রাম্প দেশটিকে হুঁশিয়ার করলেন।
প্রসঙ্গত, সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে মার্কিন বাহিনী ও কুর্দি বাহিনীগুলো একসাথে লড়াই করলেও তুরস্ক কুর্দি বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
এক টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প কুর্দি বাহিনীগুলোকেও তুরস্ককে উসকানি না দেয়ার ব্যাপারে সতর্ক করেছেন।
যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, সামরিক সরঞ্জাম সরানোর মাধ্যমে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে।
অপরদিকে হোয়াইট হাউজ বলছে, ওই এলাকা থেকে প্রায় দুই হাজার সেনা প্রত্যাহার করে নিলেও আইএস নেটওয়ার্কের ওপর চাপ বজায় থাকবে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ