তুরস্কের উপকূলে কৃষ্ণ সাগরে রোববার একটি কার্গো জাহাজ ডুবির ঘটনায় কমপক্ষে চার ক্রূসদস্য প্রাণ হারিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর তাস’র।
বার্টিন প্রদেশ গভর্নর সিনান গুনের এনটিভিকে বলেন, ‘জাহাজটি খারাপ আবহাওয়ার কারণে ডুবে যায়। এতে চারজন মারা গেছে। ছয় ক্রূসদস্য প্রাণে বেঁচে গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমূদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে কেবলমাত্র হেলিকপ্টারের সাহায্যে অনুসন্ধান কাজ চালানো হচ্ছে।’
গুনার জানান, তুরস্কের বার্টিন প্রদেশের ইনকুমুর কাছে জাহাজটি ডুবে যায়। ছয় ক্রূসদস্যকে জীবিত উদ্ধার করা হয়।
এর আগে, তুরস্কে রাশিয়ার দূতাবাস জানায়, রুশ কূটনীতিকরা এ জাহাজে থাকা রাশিয়ার নাগরিকদের সাহায্য করতে বার্টিনকে সহযোগিতা করে।
এদিকে রাশিয়ান ফেডারেল এজেন্সি অব সী অ্যান্ড রিভার ট্রান্সপোর্ট এর আগে জাহাজটিতে ১২ ক্রূসদস্য থাকার কথা জানিয়েছিল। এদের মধ্যে দু’জন রুশ নাগরিক। জাহাজটির মালিক ইউক্রেনের একটি কোম্পানী।