তুরস্কের উপকূলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৬

তুরস্কের উপকূলে একটি নৌকা ডুবে ৩ শিশুসহ কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরও ১ জন। খবর সিনহুয়ার।

রোববার (২৯ জুলাই) দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালিকেসির’র আয়ভালিক জেলার নিকটে এ ঘটনা ঘটে।

রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালিকেসির’র আয়ভালিক জেলার নিকটে নৌকাডুবির ঘটনা ঘটেছে।

রাবারের নৌকাটিতে মোট ১৬ জন আরোহী ছিলো। তারা তুরস্ক হয়ে অবৈধভাবে গ্রিসের লেসবোস দ্বীপে পালানোর চেষ্টা করছিল।

আনাদোলু জানিয়েছে, নৌকাটিতে ফতুল্লাহ গুলেনের কয়েকজন সমর্থকও ছিলো বলে সন্দেহ করা হয়, উল্লেখ্য, ফতুল্লাহ গুলেনের বিরুদ্ধে ২০১৬ সালে প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ানের বিরুদ্ধে সামরিক অভ্যুথান পরিচালনার অভিযোগ রয়েছে।

গুলেন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ও তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন। তুরস্কে তার বিরুদ্ধে ও তার সমর্থকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

নৌকাডুবির ঘটনাটিতে নয়জনকে উদ্ধার করা হয়েছে। অপর এক নিখোঁজ ব্যক্তির জন্য খোঁজ অব্যাহত রয়েছে।

আজকের বাজার/একেএ