কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার ভোরে তুরস্কের বিমান হামলায় কুর্দি নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা জানায়, হাসাকেহ প্রদেশের আল-মালিকিয়েহ শহরের উপকণ্ঠে আশায়িশ নামে পরিচিত অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে তুরস্কের চালানো বিমান হামলায় ১১ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে।
কুর্দি বাহিনী এক বিবৃতিতে এ হামলার কথা জানিয়ে বলেছে, এতে ‘আমাদের বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছে।’ (বাসস ডেস্ক)