সিরিয়ার উত্তরাঞ্চলে, কূর্দী যোদ্ধাদের বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য, সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তুরস্কের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দেন। কিন্তু সেখান থেকে আমেরিকান সেনা প্রত্যাহারের পক্ষে তিনি আবারও সমর্থন ব্যক্ত করেন। ইসলামিক স্টেট সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকান সেনাদের পাশাপাশি কূর্দী সেনারা লড়েছে।
ট্রাম্প টুইটারে বলেন, “লোকজন কি সত্যি মনে করে যে নেটো সদস্য তুরস্কের বিরুদ্ধে আমরা যুদ্ধে যাবো?” তিনি টুইটারে আরও লেখেন, “বিরামহীন যুদ্ধ শেষ হবে।! যারা আমাদেরকে মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়েছে, তারাই সেখানে সব চাইতে বেশী থাকতে চায়।।”
ট্রাম্প রবিবার বলেছেন আঙ্কারার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে তিনি,বিরোধী ডেমোক্রাট সহ কংগ্রেসের নেতাদের সঙ্গে, কাজ করছেন।
সিরিয়ান বাহিনী সোমবার তুর্কী সীমান্তের কাছে একটি শহরে প্রবেশ করে। এর একদিন আগে সিরিয়ান বাহিনী, সিরিয়ান কূর্দীদের সঙ্গে এক মতৈক্যে পৌছায় যে তুর্কী বাহিনী মোকাবেলা করার লক্ষ্যে তারা ওই অঞ্চলে প্রবেশ করবে।
আজকের বাজার/লুৎফর রহমান