তুরস্কের দুর্যোগ ত্রাণ সংস্থা সোমবার জানিয়েছে যে গত সপ্তাহের শক্তিশালী ভূমিকম্পের নিহতের সংখ্যা বেড়ে ৩৯ এ দাঁড়িয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশের পূর্বাঞ্চলীয় এলাজিগে। প্রায় ৪০০০ লোক হিমায়িত তাপমাত্রায় উদ্দারকাজে সাহায্য করে। ধ্বংসাবশেষের মাঝে খনন যন্ত্রের সাহায্যে তারা উদ্ধার তৎপরতা চালায়।
কর্মকর্তারা বলছেন, ইলাজিগের ৭৬ টি ভবন ধ্বংস হয়েছে এবং আরও শতাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
অ্যাসোসিয়েটেড সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে যে জরুরি কর্মীরা বাস্তুচ্যুতদের খাওয়ানোর ও থাকার জন্য ৯৫০০ র বেশি তাঁবু টানিয়েছে।
কর্তৃপক্ষ বলছে যে এখন পর্যন্ত তারা ধ্বংসস্তুপ থেকে ৪৫ জনকে উদ্ধার করেছে।
আজকের বাজার/লুৎফর রহমান