হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সাথে সাক্ষাত করতে যাচ্ছেন। ইরান এবং গাজায় নতুন করে ইসরায়েলের হামলার প্রস্তুতির কথা জানানোর পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই তিনি এ সাক্ষাত করছেন। খবর এএফপি’র।
এরদোগান ফিলিস্তিন সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তিনি হামাস প্রধানের সাথে তার বৈঠকের বিষয়ে আন্তরিক রয়েছেন।
শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোগান বলেন, ‘আমরা আমাদের এবং হানিয়ার মধ্যে আলোচ্যসূচি রাখব।’
তবে কাতার বলেছে, তারা হামাস এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে তাদের ভূমিকা পুনর্বিবেচনা করবে। এরদোগান হামাস ও ইসরাইলের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চেয়ে নতুন ইঙ্গিত দিয়ে বুধবার তিনি তার পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে দোহায় পাঠান।
২০১১ সাল থেকে তুরস্কে হামাসের একটি কার্যালয় রয়েছে। ওই সময় তুরস্ক ইসরায়েলি সৈন্য গিলাদ শালিতকে মুক্ত করার জন্য হামাস গ্রুপের জন্য চুক্তিটি নিশ্চিত করতে সহায়তা করেছিল। বারবার তুরস্ক সফর করা হানিয়াহের সাথে সম্পর্ক বজায় রেখেছেন এরদোগান। (বাসস ডেস্ক)