তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এজেন সাগরের তুর্কি উপকূলে অভিবাসী বোঝাই একটি নৌকাডুবিতে সাত শিশু ও দুই নারীর মৃত্যু হয়েছে। খবর ইউএনবি।
আনাদলুর খবরে বলা হয়, বৃহস্পতিবারের ওই নৌকাডুবির ঘটনায় চারজন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তারা গ্রিক দ্বীপপুঞ্জে যাওয়ার চেষ্টা করছিল।
তবে অভিবাসীরা কোন দেশের নাগরিক সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। নৌকাডুবির ঘটনায় সবাইকে উদ্ধার করা হয়েছে এবং কেউ আর নিখোঁজ নেই বলে জানিয়েছে আনাদলু।
সমৃদ্ধ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে প্রবেশের আশায় তুরস্ক উপকূল থেকে অনেক অভিবাসী গ্রিক দ্বীপপুঞ্জে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে।
আজকের বাজার/এমএইচ