তুরস্কে খাশোগি হত্যার বিচার বাতিল

সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক ও মার্কিন সংবাদপত্রিকা ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিচার বাতিল করে দিয়েছে তুরস্কের একটি আদালত। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত ২৬ সৌদি নাগরিকের অনুপস্থিতিতে দেশটিতে এই বিচার কার্যক্রম চলছিল।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) তুর্কি আদালতের রায়ে বলা হয়েছে, মামলাটি সৌদি আরবের কাছে হস্তান্তর করা হবে। মানবাধিকার গ্রুপগুলোর সতর্কতা সত্ত্বেও তুরস্কের আদালত এমন সিদ্ধান্ত দিয়েছে। মানবাধিকার গ্রুপগুলোর দাবি, তুর্কি আদালতের এমন সিদ্ধান্তে সৌদি আরব মামলাটি গোপন করার সুযোগ পাবে।

নিহত সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা হেতিস চেঙ্গিস জানিয়েছেন, তিনি তুরস্কের আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করবেন।

অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে পড়া তুরস্ক এখন সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চায়। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, তুরস্কে সৌদি নাগরিকদের বিরুদ্ধে মামলা বাতিলের শর্তে আঙ্কারার সঙ্গে সম্পর্ক উন্নয়নে সম্মতি দিয়েছে রিয়াদ। খবর-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান