তুরস্কে একটি ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭৩ জন। খবর আল জাজিরা’র।
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় তেকিরদাগ শহরের এ দুর্ঘটনাটি ভারী বর্ষণ ও ভূমিধ্বসের কারণে ঘটেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আল জাজিরা’র খবরে বলা হয়, ট্রেনটিতে দুর্ঘটনার সময় ৩৬২ জন যাত্রী ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিধ্বসের কারণে একটি ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ভাগ্যবশত, এতে অনেকে হতাহত হয়েছেন।
তেকিরদাগের গভর্নর মেহমেত সেইলান দুর্ঘটনাটির জন্য ভারী বর্ষণকে দায়ী করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স পৌঁছেছে। আহতদের অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তুরস্কের বেসরকারি টিভি চ্যানেল এনটিভি’র এক খবরে বলা হয়েছে, ট্রেনটির ছয়টির মধ্যে পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।
আজকের বাজার/একেএ