তুরস্কে টানা দুই বছর জরুরি অবস্থার পর অবশেষে তা প্রত্যাহার করল দেশটির সরকার। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সূত্র: আল জাজিরা, বিবিসি।
জরুরি অবস্থা চলাকালীন দেশটির অন্তত ১০ হাজার মানুষকে গ্রেপ্তার ও চাকরিচ্যুত করা হয়।
তুরস্কের ঐতিহাসিক নির্বাচনে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তায়িপ এরদোয়ান। পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই সরকারের পক্ষ থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হলো।
নির্বাচনের আগে প্রচারাভিযানের সময় বিরোধীদলীয় প্রার্থীরা বলেছিলেন, তারা বিজয়ী হলেই কেবল জরুরি অবস্থার অবসান ঘটবে।
সরকারি পরিসংখ্যান এবং এনজিওর তথ্য অনুযায়ী, জরুরি অবস্থা শুরু হওয়ার পর থেকে ১ লাখ ৭ হাজারের বেশি লোককে সরকারি খাত থেকে সরানো হয়েছে।
জরুরি অবস্থা জারির পর দেশটির বিরোধী দল আর পশ্চিমাদের সমালোচনার মুখেও এর মেয়াদ বৃদ্ধি করা হয়। এর মাধ্যমে যারা সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত, তাদের ব্যাপারে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে সরকার।
আজকের বাজার/এমএইচ