তুরস্কে বাংলাদেশিসহ অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ৭

তুরস্কের পূর্বাঞ্চলে অভিবাসন প্রত্যাশীবাহী নৌকা ডুবে সাত জন নিহত হয়েছে। নৌকা থেকে ৬৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। হতাহতরা সবাই বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক।

বৃহস্পতিবার বিটলিস প্রদেশের গভর্নরের দপ্তরের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৩টার দিকে লেক ভ্যান এলাকায় এ ঘটনা ঘটে। নৌকাটি বিটলিসের আদিলচেভাজ এলাকার দিকে যাচ্ছিল।

লেক ভ্যান এলাকাটি ইরান সীমান্তের কাছে। ইউরোপে যাওয়ার জন্য তুরস্কের ভেতর দিয়ে এই পথটি ব্যবহার করে অভিবাসন প্রত্যাশীরা।

গভর্নরের দপ্তর জানিয়েছে, ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যায় আরো দুজন। তবে তাদের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। উদ্ধার হওয়া ৬৪ জনকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। নৌকার অন্য কোনো যাত্রী নিখোঁজ আছে কিনা জানতে অভিযান চালাচ্ছে ডুবুরিরা।

আজকের বাজার/এমএইচ