তুরস্কে বাণিজ্য সম্প্রসারণের জন্য তোরজোড় শুরু করেছে বাংলাদেশ। সম্প্রতি চট্টগ্রামে বাংলাদেশ বিজনেজ মিশন টু তুর্কি ২০১৮ (বিবিএমটি) শীর্ষকেএক সেমিনারে এ কথা উঠে আসে।
মিশন শুরুর মাধ্যমে বাংলাদেশ তুরস্কের সঙ্গে আগামীতে বাণিজ্যিক কার্যক্রম বাড়াতে চায়। সেন্টার ফর বিজনেজ ডেভলপমেন্ট অ্যান্ড কমুনিকেশনস (এক্সপোপ্রো) গুডসোর্স, এডিএসএল এবং জিডিএএসএসআই-কে সঙ্গে নিয়ে সম্প্রতি চট্টগ্রামে এই ‘বিবিএমটি ২০১৮’ এর আয়োজন করে।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিবৃতিতে তারা জানায়, তুরস্কে এপ্রিলের ১৫ থেকে ২১ তারিখের ট্রেড শোতে বিজনেজ মিশনের অংশ হিসেবে বাংলাদেশ অংশগ্রহণ করবে।
তারা বলেন, ‘বিবিএমটি ২০১৮’-এর মূল উদ্দেশ্য হলো বাণিজ্যের বিশ্বাসযোগ্য ও কার্যকর উৎস হিসেবে তুরস্ককে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা।
এমআর/