তুরস্কের ইস্তাম্বুলের বিমান বন্দরে অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে পড়া বিমান দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত ও ১৭৯ আহত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটি ছিটকে পড়ে এতে আগুন লাগে এবং ভেঙ্গে তিন টুকরো হয়ে যায়। তুর্কি টেলিভিশনে সরাসরি সম্প্রচারে অনেক লোককে বিশাল ফাটলের পেছনের দিকের একটি পাখার নিচে আশ্রয় নিতে দেখা যায়। এনটিভি টেলিভিশনের খবরে বলা হয়,তুরস্কের স্বল্প-মূল্যের পেগাসাস এয়ারলাইনস পরিচালিত বোয়িং ৭৩৭ বিমানটি বুধবার ইজিয়ানের ইজমির বন্দর নগরি থেকে ইস্তাম্বু সাবিহা গোক্কে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে।
বিমানটি তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তানবুলে এসে প্রবল বাতাসে ধাক্কা খায়। তখন ভারি বৃষ্টি হচ্ছিল। বিমানটির ককপিটসহ সামনের অংশ টুকরা হয়ে যায় এবং পেছনের ফিশার বিচ্ছিন্ন হয়ে যায়। ইস্তাম্বুলের গভর্ণর আলি ইয়ারলিকায়া বলেন, বিমানটি রানওয়েতে ছিটকে পড়ে ৬০ কিলোমিটার দূরে পিছলে যায় এবং ৩০ থেকে ৪০ মিটার গভীরে পড়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি মনে করছেন। তিনি বলেন,‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার এই দুর্ঘটনার ফলাফল আরো মারাত্মক খারাপ হতে পারতো।’ তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান