তুরস্কে ভূমিকম্পে ১ জন নিহত

তুরস্কের পূর্বাঞ্চলীয় বিঙ্গল প্রদেশে রোববার ৫.৭ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একজন প্রাণ হারিয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
গভর্নরের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল কার্লিওভা গ্রামে একটি পর্যবেক্ষণ টাওয়ার ভেঙ্গে পড়ে। এতে এক নিরাপত্তা গার্ড চাপা পড়ে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘দুর্ভাগ্যজনকভাবে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া আমাদের ওই নিরাপত্তা কর্মীকে বাঁচানো যায়নি।’ উদ্ধারকর্মীরা আরেক গার্ডকে জীবিত উদ্ধার করেছে।
ভূমিকম্পের পর ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে এবং স্বরাষ্ট্র ও পরিবেশ মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন।
তুরস্ক একটি ভূমিকম্প প্রবণ দেশ। গত জানুয়ারি মাসে তুরস্কের পূর্বাঞ্চলীয় ইলাজিংয়ে এক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৪০ জনেরও বেশি লোক প্রাণ হারায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮।