তুরস্কের উত্তরাঞ্চলে শুক্রবার সন্ধ্যার দিকে একটি কয়লা খনিতে ভয়াবহ মিথেন গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়। ভূ-পৃষ্ঠের কয়েকশ’ মিটার গভীরে অনেকে আটকা পড়ার পর আজ শনিবার সেখানে জীবিতদের সন্ধানে উদ্ধার কর্মীরা ব্যাপক তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। খবর এএফপি’র।
মৃতের সংখ্যা আপডেট করে স্বাস্থ্যমন্ত্রী ফারাত্তিন কোকা টুইটার বার্তায় বলেন, এ কয়লা খনি থেকে জীবিত উদ্ধার আরো ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিগত অনেক বছরের মধ্যে তুরস্কের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনার ক্ষেত্রে এটি ছিল অন্যতম।
স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সইলু তুরস্কের কৃষ্ণ সাগর উপকূলে ছোট কয়লা খনি শহর আমাসরা জরুরি ভিত্তিতে পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, ‘আমরা সত্যিকার অর্থে একেবারে দুঃখজনক পরিস্থিতি মোকাবেলা করছি।’
তিনি বলেন, দুর্ঘটনার সময় ‘আমাদের মোট ১১০ জন ভাই সেখানে কাজ করছিলেন। এদের মধ্যে কয়েকজন তাদের নিজস্ব চেষ্টায় বের হন এবং আরো অনেককে উদ্ধার করা হয়।’
এরআগে সইলু এ দুর্ঘটনায় প্রায় ৫০ জন খনি শ্রমিক আটকা পড়ার কথা নিশ্চিত করেন।
তিনি জানান, তারা ভূপৃষ্ঠের ৩০০ থেকে ৩৫০ মিটার গভীরে দু’টি পৃথক স্থানে আটকা পড়েছেন।
এ খনি দুর্ঘটনার কবলে পড়া শ্রমিকদের অনেকের বেঁচে থাকার ইঙ্গিত পাওয়ায় তাদেরকে উদ্ধারে সহায়তা করতে আশপাশের গ্রাম থেকে আরো জনবল পাঠানো হয়েছে।
স্থানীয় গভর্ণর জানান, ৭০ জনের বেশি লোকের একটি উদ্ধার দল ওই কয়লা খনির প্রায় ২৫০ মিটার গভীরে পৌঁছাতে সক্ষম হয়েছে। তবে তারা আটকে পড়া খনি শ্রমিকদের কাছে যেতে পারবে কি-না তা তৎক্ষণিকভাবে জানা যায়নি।