তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গাজিয়ানতেপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে ভূমিকম্পে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮ ভাগ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে।
খবর এএফপি’র।
স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে গাজিয়ানতেপ শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার গভীরে
গাজিয়ানতেপ শহরটি সিরিয়া সীমান্তের কাছে অবস্থিত।
রাজধানী আঙ্কারাসহ তুরস্কের অন্যান্য শহরেও এই ভূকম্পন অনুভূত হয়েছে। বেশ কয়েকটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। ধসে পড়া ভবনের ভেতরে অনেক লোক আটকে থাকার আশঙ্কা করা হচেছ।
উল্লেখ্য, তুরস্ক পৃথিবীর অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ এলাকা। দেশটিতে ১৯৯৯ সালে শক্তিশালী এক ভূমিকম্পে ১৭ হাজার লোক নিহত হয়।