তুরস্কে সামরিক বিমান বিধ্বস্ত: ৭ জন নিহত

তুরস্কের পূর্বাঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে দেশটির সাত নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে এ কথা জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা আন্দালু জানায়,সামরিক গোয়েন্দা বিমানটি ভ্যান প্রদেশে বিধ্বস্ত হয়েছে।
প্রাদেশিক গভর্ণর মেহমেত আমিন বিলমেজ নিহত সাত বীরের প্রতি শ্রদ্ধা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।