তুরস্কের উপকূলে এজিয়ান সাগরে নৌকা ডুবিতে ৮ শিশুসহ ১১ অভিবাসী প্রাণ হারিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানায়।
গ্রীক দ্বীপ চিয়োসের বিপরীত দিকে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় পর্যটন রিসোর্ট এলাকা চেসমি উপকূলে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় ৮ জনকে উদ্ধার করা হয়। তবে যারা প্রাণ হারিয়েছে তাদের জাতীয়তার পরিচয় এখনো জানা যায়নি।
গ্রীক দ্বীপ পেক্সির কাছে এজিয়ান সাগরে নৌকাডুবিতে ১২ জনের প্রাণহানি ঘটার কয়েক ঘন্টা পরেই তুরস্ক উপকূলে এই নৌকাডুবি ঘটে।
আজকের বাজার/লুৎফর রহমান