সাভারের কাউন্দিয়ার দিয়াবাড়ির সিন্নিরটেক এলাকার তুরাগ নদী থেকে দশ বছর বয়সের এক অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে আশুলিয়া নৌ পুলিশ ফাঁড়িতে খবর দিলে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ নেয়াজী জানান, কিভাবে ওই শিশুর মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।