মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে লকডাউন ঘোষণার প্রায় ১১ সপ্তাহ শেষে বুধবার চীনের উহান শহরে চলাচলে দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।
কোভিড-১৯ এর উৎপত্তিস্থল উহান শহর থেকে অন্য অঞ্চল যাতায়াতের জন্য সেখানকার যাত্রীরা ট্রেন চলাচল ও এক্সপ্রেসওয়ের টোল গেটে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। শহরের ট্র্যাফিক নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন চেকপয়েন্ট, হাইওয়ে, বিমানবন্দর, রেলওয়ে ও নৌ জেটিতে বসানো নিরাপত্তা চৌকিগুলো তুলে দেয়া হয়েছে।
গত ২৩ জানুয়ারি মহামারি কোভিড-১৯ এর ছড়িয়ে পড়া ঠেকাতে উহান শহরবসীদের নিরাপদ রাখতে সেখানকার গণপরিবহন এবং সব বিমান ও ট্রেন চলাচলের বন্ধ করে দিয়ে ট্র্যাফিক বিধিনিষেধ ঘোষণা করা হয়।