প্রথম ইনিংসে এমনিতেই ৬৯ রানে এগিয়েছিল ইংল্যান্ড। তৃতীয়দিন জো ডেনলি ও বেন স্টোকসের ব্যাটে দ্বিতীয় ইনিংসে সেই লিড বাড়িয়ে নিল বিশ্বচ্যাম্পিয়নরা। তৃতীয়দিনের শেষে ইংল্যান্ডের রান ৮ উইকেটে ৩১৩। অস্ট্রেলিয়ার চেয়ে আপাতত ৩৮২ রানে এগিয়ে তারা।
ওপেনার রোরি বার্নস ও অধিনায়ক জো রুট অল্প রানে ফিরে গেলেও আরেক ওপেনার জো ডেনলি ও অল-রাউন্ডার বেন স্টোকসের তৃতীয় উইকেট জুটিতে সেষ টেস্টের দখল নিল ইংল্যান্ড। ৯৪ রান করে আউট হন জো ডেনলি, তার ৯৪ রানের ইনিংস সাজানো ছিল ১৪টি চার ও ১টি ছয়ে। ৬৭ রানের ইনিংস খেলে তাঁকে যোগ্য সঙ্গ দেন বেন স্টোকস।
স্টোকস, ডেনলি আউট হওয়ার পর ইংল্যান্ডের হাল ধরেন জস বাটলার। তবে কারও সাহায্য পাননি তিনি অল্প রানে ফিরে যান জনি বেয়ারস্টো, স্যাম কারেন, ক্রিস ওকসরা, ৪৭ রানে আউট বাটলার।
এরপর দিনের বাকি কয়েকটা ওভার কাটিয়ে দেন দুই অপরাজিত ব্যাটসম্যান জোফ্রা আর্চার ও জ্যাক লিচ। দিনের শেষে ৩ রানে জোফ্রা আর্চার ও ৫ রানে অপরাজিত রয়েছেন লিচ।
আজকের বাজার/লুৎফর রহমান