তৃতীয়বারের মতো রাজস্ব আদায়ে সফল এনবিআর

২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনিয়ে ২০১৪-১৫ অর্থবছর, ২০১৫-১৬ অর্থবছরের পর টানা তৃতীয়বারের মতো এবারও রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে সংস্থাটি।

২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ১ লাখ ৮৫ হাজার কোটি টাকার বিপরীতে ৩০ জুন পর্যন্ত (সাময়িক) ১ লাখ ৮৫ হাজার ৭১ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করেছে এনবিআর।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাকে উচ্ছাবিলাসী বলে দাবি করেছিল বিভিন্ন মহল। তবে এনবিআর কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টায় সে উচ্ছাবিলাসী লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে।

আজকের বাজার: এলকে/এলকে ১ জুলাই ২০১৭