আজকের বাজার প্রতিবেদন: সিটি ব্যাংককে‘বাংলাদেশের সেরা ব্যাংক’ হিসেবে স্বীকৃতি দিয়েছে দক্ষিণ আমেরিকাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যান্স। ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো সিটি ব্যাংক এই পুরস্কার পেল।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সম্প্রতি ১৯তম বার্ষিক সেরা ব্যাংক শিরোনামের অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। সিটি ব্যাংকের পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রুবেল আজিজ গ্লোবাল ফিন্যান্সের প্রতিষ্ঠাতা ও প্রকাশক জোসেফ জার্রাপুতোর কাছ থেকে পুরস্কারটি নেন। এ বছর ১৫০টি দেশের সেরা ব্যাংক নির্বাচিত করেছে গ্লোবাল ফিন্যান্স।
আজকের বাজার: সালি / ০১ অক্টোবর ২০১৭