বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের ঘুর্ণিতে চট্টগ্রাম টেস্টে পাকিস্তানকে ২৮৬ রানে অলআউট করে বাংলাদেশ। ১১৬ রানে ৬ উইকেট নিয়েছেন তাইজুল।
বাংলাদেশের মাটিতে এ পর্যন্ত ৭ টেস্টে ৯ ইনিংস ব্যাট করে পাকিস্তান।
এরমধ্যে এই নিয়ে তৃতীয়বারের মত পাকিস্তানকে গুটিয়ে দিলো বাংলাদেশের বোলাররা। এর আগে ২০১১ ও ২০১৫ সালে পাকিস্তানকে অলআউট করতে পেরেছিলো বাংলাদেশ।
২০১১ সালে ২৭০ রানে এবং ২০১৫ সালে ৬২৮ রানে পাকিস্তানকে অলআউট করেছিল বাংলাদেশ।
বাকী ছয় ইনিংসের পাঁচটিতেই ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। একটি ম্যাচে ১০৩ রানের টার্গেটে ৩ উইকেটে ১০৭ রান করেছিলো পাকিস্তান।