সফরকারী জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচের জন্য অপরিবর্তিত বাংলাদেশ দলে যোগ দিয়েছেন ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে। প্রথম দুই ম্যাচে অপরিবর্তিত থাকা বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য। দুই ম্যাচেই স্বাগতিকরা সফরকারীদের হারিয়ে তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে রয়েছে।
গত ২৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন সৌম্য। এ কারণে তিনি জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র টেস্ট এবং প্রথম দুটি ওডিআই ম্যাচে দলের সাথে থাকতে পারেননি। তৃতীয় ম্যাচের জন্য বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ, আল আমিন হোসেন, সাইফ উদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান