তৃতীয় কার্যদিবসে উত্থান প্রবণতা পুঁজিবাজারে

মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে (৫ ডিসেম্বর) দেশের উভয় পুঁজিবাজারে উত্থান প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। ডিএসই ও সিএসই- উভয় বাজারের সব সূচক বেড়েছে। বেড়েছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৬২৮৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দর। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৬৪৮ কোটি ৫০ লাখ টাকার। যা আগের দিন থেকে ২৯ কোটি টাকা কম।

এছাড়া,সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১৯৪৮৩ পয়েন্টে।
সিএসইতে হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছ ৩৭টির দর। এদিন সিএসইতে ৩১ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে।

আজকের বাজার:এসএস/৫ডিসেম্বর ২০১৭