তৃতীয় দিনের মতো বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল-পেট্রোপোল সীমান্ত দিয়ে টানা তিন তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি। ভারতীয় ট্রাক শ্রমিকরা গত বৃহস্পতিবার এক দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঢাক দেয়।

এরপর থেকেই থেকে বন্ধ রয়েছে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ শনিবার বার্তা সংস্থা ইউএনবির এক খবরে বলা হয়েছে, ট্রাক শ্রমিকদের এই ধর্মঘটে যোগ দিয়েছে পেট্রোপোলের আরও চার সংগঠন।

জানা গেছে, গত ৯ নভেম্বর অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আটক একটি ট্রাক ছেড়ে দেওয়ার দাবিতে এই ধর্মঘট ডাকে ভারতীয় ট্রাক চালক-শ্রমিকরা।

বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি ওই দিনে অভিযান চালিয়ে ট্রাকটি থেকে একটি শর্টগান ও গুলি উদ্ধার করে। পরে ট্রাকটি আটক করে রাখে বিজিবি।

এ বিষয়ে পেট্রোপোল স্থল বন্দরের সি এন্ড এফ এজেন্ট কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।

তিনি বলেন, কোনো রকম শর্ত ছাড়াই আটক করা ট্রাক ছেড়ে দিতে হবে। এটাই আমাদের এক দফা দাবি।

এদিকে টানা এই ধর্মঘটে ইতোমধ্যে দুই দেশের হাজারো ট্রাক আটকে আছে ওই সীমান্তে। এর মধ্যে পেঁয়াজ, চালসহ বাংলাদেশের আরও কিছু আমদানি পণ্যের প্রায় ৫০০ ট্রাক আটকে আছে ওপারে।

তবে বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম জানিয়েছেন, পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকলেও যেসব ট্রাক ইতোমধ্যে বন্ধরের ইমিগ্রেশনের কাজ শেষ করেছে সেগুলোর পণ্য খালাস চলছে।

আজকের বাজার:এলকে/এলকে ৩ ডিসেম্বর ২০১৭