চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের আওতাধীন ইনস্টিটিউট অব মাইক্রোবায়োলজির তৈরি করা একটি কোভিড-১৯ টিকা প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় নিরাপদ হিসেবে প্রমাণিত হয়েছে।
ইনস্টিটিউট এক বিবৃতিতে জানায়, সুস্থ অংশগ্রহণকারীদের মাঝে এ টিকা প্রয়োগের প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় তা নিরাপদ ও কার্যকরের তথ্য পাওয়া গেছে এবং এখন পর্যন্ত মারাত্মক কোনো বিরূপ ঘটনা ঘটেনি।
চংকিং জিংফাই বায়োলজিকাল প্রোডাক্ট কোম্পানি লিমিটেডের সাথে ইনস্টিটিউটের যৌথভাবে তৈরি করা এ টিকা নিয়ে গবেষণা করতে গত ১৯ জুন অনুমতি দেয় ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন।
টিকাটি মানুষের জন্য নিরাপদ কি না তা জানতে গবেষকরা ১৮ থেকে ৫৯ বছর বয়সী স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রথম ধাপের ক্লিনিক্যাল পরীক্ষা শুরু করেন ২৩ জুন। পরে কার্যকারিতা ও নিরাপত্তা আরও যাচাই করতে ১০ জুলাই শুরু হয় দ্বিতীয় ধাপের পরীক্ষা।
টিকাটির পেটেন্ট নেয়া হয়েছে। এর সৃষ্টিকারীরা বৃহৎ পরিসরে তৃতীয় ধাপের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছেন।
অক্টোবরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদ সম্মেলনে জানান, এখন পর্যন্ত চীনের চারটি টিকা তৃতীয় ধাপের পরীক্ষায় প্রবেশ করেছে।