পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০১৮ সালের সেপ্টম্বর শেষে তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির প্রিমিয়াম আয় হয়েছে ১২২ কোটি ১১ লাখ ৪০ হাজার টাকা, আগের বছর একই সময়ে তা ছিল ১২৪ কোটি ১১ লাখ ৪১ হাজার টাকা।
সেপ্টেম্বর,২০১৮ শেষে কোম্পানির জীবন বিমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৪২৯ কোটি ৮ লাখ টাকা। আগের বছর একই সময়ে তহবিলের পরিমাণ ছিল ৪১০ কোটি ৮৬ হাজার টাকা।