পরিচালকদের ভোটে তৃতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। ১ নভেম্বর বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে টানা তৃতীয় বারের মতো বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তিনি।
২০১৩ থেকে ২০১৭ সালের ১৬ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করে নাজমুল হাসানের নেতৃত্বাধীন কমিটি। ৩১ অক্টোবরের নির্বাচন ঢাকা বিভাগ থেকে ঢাকা বিভাগ থেকে নাইমুর রহমান দুর্জয় ও কিশোরগঞ্জের সৈয়দ আশফাকুল ইসলাম জয় ভোটে জিতে পরিচালক হয়েছেন। আর বরিশাল বিভাগ থেকে পরিচালক পদে নির্বাচিত হন আলমগীর খান আলো।
গতকাল মঙ্গলবারের নির্বাচন থেকেই বিজয়ীদের প্রায় সবাই বোর্ড সভাপতি হিসেবে নাজমুল হাসানকেই চেয়েছিলেন। সভাপতি হিসেবে নাইমুর রহমান দুর্জয়ের নাম টুকটাক উচ্চারিত হলেও নির্বাচনের দিন তিনি পরিষ্কার করে বলে দেন, ওই পদে বসার কোনো ইচ্ছা তার নেই। ফলে তখনই পরিষ্কার হয়ে যায় সভাপতির নাম। বাকি ছিল শুধু অনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা আজ বুধবার সম্পন্ন হয়েছে। বিসিবিতে পরিচালকদের সর্বসম্মতিক্রমে নাজমুল হাসান পাপনই বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন।
আজকের বাজার:এলকে/এলকে ১ নভেম্বর ২০১৭