বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি সদ্য বিদায় নেয়া পেসার নুয়ান কুলাসেকারাকে উৎসর্গ করবে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগামীকাল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা।
এক বিবৃতিতে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা বলেন, শ্রীলংকা ক্রিকেটের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কুলাসেকেরা। জাতীয় দলের হয়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন তিনি। তার নৈপুন্যে দল অনেক সাফল্য পেয়েছে। তার সামনের দিনগুলোর জন্য শুভকামনা জানাই। বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার তৃতীয় ওয়ানডেটি তাকে উৎসর্গ করার সিদ্বান্ত নিয়েছি আমরা।
কুলাসেকেরাকে উৎসর্গ করার জন্য তৃতীয় ওয়ানডেতে তাকে আমন্ত্রণ জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। ম্যাচটিতে এক অনুষ্ঠানের আয়োজন করে সংবর্ধনাও দেওয়া হবে এই সাবেক পেসারকে।
আজকের বাজার/লুৎফর রহমান