পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করা সংক্রান্ত মাঠ প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের দিকে যাচ্ছে সরকার।
তাদের চলমান আন্দোলনের মধ্যে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংস্থাপন অধিশাখার উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, মাঠ প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবির বিষয়ে চলমান কর্মসূচির পরিপ্রেক্ষিতে গৃহিত পদক্ষেপ এবং ২০১৮ সালের ২৩ এপ্রিল অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভার ২২(২) ও ২২ (৩) নং সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আজকের বাজার/এমএইচ