তেজগাঁওয়ে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় কথিত বন্দুকযুদ্ধে আব্দুল্লাহ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার ১৩ ডিসেম্বর ভোর রাতে বিজিপ্রেস মাঠ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের তাড়াইলের শামসুর রহমানের ছেলে।

গুলিবিদ্ধ অবস্থায় শিল্পাঞ্চল থানার এসআই মিজানুর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ ওই ব্যক্তির লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ ১টি চাপাতি ও কার্তুজ উদ্ধার করেছে বলে মিজানুর জানিয়েছেন।

আজকের বাজার: আরআর/ ১৩ ডিসেম্বর ২০১৭