রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার মুভমেন্ট ফ্লাইটের নবনির্মিত ভিভিআইপি কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৭ অক্টোবর) সকালে এই কমপ্লেক্স উদ্বোধন করেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরে পৌঁছালে বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী কমপ্লেক্সটি ঘুরে দেখেন। দেশি-বিদেশি ভিভিআইপি ও ভিআইপিদের অধিকতর সেবা দেয়ার জন্য এই এয়ার মুভমেন্ট নির্মাণ করা হয়।