রাজধানীর তেজগাঁও এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২১ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত ১০টা থেকে রোববার দুপুর ২টা পর্যন্ত র্যাব-২ এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
অভিযানে সবুজ চন্দ্র মালাকার (২৫) ও জুয়েল রানাকে (২৬) এক মাস; আবুল ব্যাপারী (৫৭) ও সবুজ মিয়াকে (৪০) দুই মাস; চন্দন বিশ্বাস (২০), তাপন রায় (২০), মমিন হোসেন (৩০) ও খোরশেদ আলম খোকনকে (৩১) তিন মাস; মো. জালাল (২৮), আশরাফুল হোসেন (৩৮), লাল চাঁন (৩০), আল আমিন খান (১৮), শানু মিয়া (১৮), মো. আরিফ (২২), রাকিব হোসেন (১৮) ওসমান গনি (৪২), শহিদুল ইসলাম (৪৮), মো. হানিফ (৩৮), মো. শাওন (৪০) ও মোজাম্মেল হোসেনকে (২৮) ছয় মাস এবং আল আমিনকে (১৯) নয় মাসের কারাদণ্ড দেন আদালত।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম জানান, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশের পর র্যাব মাদকবিরোধী অভিযান জোরদার করে। এরই ধারাবাহিকতায় গতকাল রাত থেকে রোববার দুপুর ২টা পর্যন্ত র্যাব-২ তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদকসেবনের সত্যতা মেলায় ২১ জন আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে আটককৃত ২১ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করেন।
আজকের বাজার/আরআইএস