তেলচুক্তি সম্পন্ন করলো ইরান ও রাশিয়া

দু’টি তেলক্ষেত্র উন্নয়নের জন্য রাশিয়ার সাথে চুক্তি স্বাক্ষর করেছে ইরান। তেলক্ষেত্র দুটোর মালিক যৌথভাবে ইরান ও ইরাক। এগুলো পশ্চিম ইরানের সীমান্তে অবস্থিত। ইরানের গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ইরানের জাতীয় তেল কোম্পানি রাশিয়ার জারুবেজনেফটের সাথে তেলক্ষেত্র উন্নয়নের জন্য চুক্তি করে বলে ইরানের তেল মন্ত্রণালয়ের সংবাদ মাধ্যম শানায় প্রকাশ করা হয়।

শানার তথ্য অনুসারে, এই যৌথ তেলখনি থেকে দিনে ৩৬,০০০ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করা যায়।

তেল উত্তোলনের পরিমাণ বাড়িয়ে দিনে ৪৮,০০০ ব্যারলে উন্নীত করতে ১০ বছর মেয়াদি চুক্তি করা হয়। চুক্তির মেয়াদে ৬৭ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করা যাবে বলে শানার রিপোর্টে বলা হয়।

চুক্তিতে ইরান ও রাশিয়ার শেয়ার ৮০ শতাংশ। বাকি ২০ শতাংশ শেয়ার ডানা এনার্জির।

তেলখনি উন্নয়নের জন্য আনুমানিক খরচ ৬৭৪ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া অন্যান্য দাঁড়াবে খরচ ৬৮ মিলিয়ন মার্কিন ডলার।

এমআর/