ক্রিকেট নিয়ে বলিউডে বেশ কিছু ছবি তৈরি হয়েছে যার মধ্যে মহেন্দ্র সিং ধোনির বায়োপিকও রয়েছে আবার সাম্প্রতিক রমকম ‘দ্য জোয়া ফ্যাক্টর’ও রয়েছে। এবার জীবনযুদ্ধে হারতে বসা এক প্রতিভাবান ক্রিকেটারের গল্প নিয়ে তৈরি হতে চলেছে ছবি ‘জার্সি’। এই বছরেই মুক্তিপ্রাপ্ত একটি তেলুগু ছবির রিমেক হবে এই হিন্দি ছবিটি, যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শাহিদ কাপুরকে।
চোখে পানি আনা এক গল্প বলবে ‘জার্সি’। খেলা থেকে সরে আসা এক ক্রিকেটারের পারিবারিক জীবন, মানসিক চাপ, দারিদ্র্য সবকিছুই রয়েছে এই ছবির গল্পে। ‘জার্সি’ তেলুগু ছবিটি মুক্তি পায় চলতি বছরের ১৯ এপ্রিল। বক্স অফিসে ভালো সাড়া ছিল ছবির। পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পায়। এবার সেই ছবিরই হিন্দি রিমেকের কাজ শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। আগামী বছর অগস্টে মুক্তি পাবে এই ছবি।
আজকের বাজার/লুৎফর রহমান