আজকের বাজার প্রতিবেদন: আসছে বছর বিশ্ববাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ৩ ডলার বেড়ে ৫৬ ডলার হতে পারে। চলতি বছর প্রতি ব্যারেল তেল ৫৩ ডলারে বিক্রি হচ্ছে। ক্রমবর্ধমান চাহিদা বৃদ্ধি, তেল রপ্তানিকারকদের উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউএস শেলের তেল উৎপাদন স্থিতিশীল রাখার কারণে তেলের দাম বাড়তে পারে।
বিশ্বব্যাংকের প্রকাশিত কমোডিটি মার্কেট আউটলুক প্রতিবেদনে এমন পূর্বাভাসই দেওয়া হয়েছে। গত সপ্তাহে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা এই তিন ধরনের জ্বালানির দাম আগামী বছর ৪ শতাংশ বাড়তে পারে। গতবারের চেয়ে চলতি বছর এসব পণ্যের দাম ২৪ শতাংশ বেড়েছিল। তবে আগামী বছর ইস্পাতসহ অন্যান্য ধাতুর দাম একটু কমবে। অন্যদিকে কৃষিপণ্য, পানীয় এবং শস্য, ভোজ্যতেল, আটাসহ অন্যান্য খাদ্যপণের দাম চলতি বছর কিছুটা কমে এলেও ভবিষ্যতে বাড়বে।
কমোডিটি মার্কেট আউটলুক প্রতিবেদনের প্রধান লেখক ও জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জন বাফেট বলেছেন, চাহিদা স্থিতিশীল থাকা ও মজুত কমার কারণে জ্বালানির মূল্য বৃদ্ধি পাচ্ছে। তবে তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি নির্ভর করছে তেল উৎপাদক দেশগুলো উৎপাদন কতটা কমাবে তার ওপর। তিনি আরও বলেন, ধাতুর দামের হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে চীনের উন্নয়নকাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্বব্যাংক তেলের দামের বিষয়ে গত এপ্রিলে পূর্বাভাস দিয়েছিল। এবারের পূর্বাভাস আগের চেয়ে কিছুটা কম। মূল কারণ হচ্ছে ঝুঁকি। লিবিয়া, নাইজেরিয়া ও ভেনেজুয়েলার পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে। তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সদস্য ও অন্য উৎপাদকেরা ইতিমধ্যে চুক্তি করেছে, দাম বাড়াতে উৎপাদন কমানো হবে।
অবশ্য উৎপাদক দেশগুলোর চুক্তির বরখেলাপ হলে তেলের দাম পড়ে যেতে পারে। আবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি উৎপাদন বাড়ালেও একই ঘটনা ঘটবে। আগামী বছর প্রাকৃতিক গ্যাসের দাম ৩ শতাংশ বাড়বে। চলতি বছর ৩০ শতাংশ মূল্যবৃদ্ধির পর আসছে বছর কয়লার দাম কিছুটা পেছনে যেতে পারে। তবে চীনের পরিবেশ নীতি কয়লার বাজারের ভবিষ্যৎ গতি প্রকৃতি নির্ধারণ করবে।আজকের বাজার: সালি / ০১ অক্টোবর ২০১৭