তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করবে গুয়াতেমালা।
ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট জিমি মোরলেস জানান, আগামী ১৬ মে তাদের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়া হবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট গুয়াতেমালা’কে জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের হুমকি দিয়ে জানান, তাদের দূতাবাস সরিয়ে না নিলে দেশটিকে যুক্তরাষ্ট্র সব ধরনের অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করে দেবে। এর আগে, সোমবার ইসরাইলের তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের বিতর্কিত সিদ্ধান্তের কথা জানায় প্যারাগুয়ে। চলতি মাসের ২১ কিংবা ২২ তারিখে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়েছে।
গত ডিসেম্বরে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে, নিজেদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরেরও সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। আগামী ১৪ মে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের নতুন দূতাবাস খোলার কথা রয়েছে।
আরজেড/