ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে শুক্রবার রাতে অজ্ঞাত এক সন্ত্রাসির গুলিতে বাবা ও মেয়ে নিহত হয়েছে। নিহতরা লেবাননের নাগরিক। ইরানের মেহর সংবাদ সংস্থা এ কথা জানায়। খবর এএফপি’র।
সংস্থাটি শনিবার জানায়,অজ্ঞাত পরিচয় এক মোটরসাইকেল চালক স্থানীয় সময় আনুমানিক রাত ৯ টার
দিকে (গ্রিনীচ মান সময় ১৬৩০ টায় ) তেহরানের শহরতলির পাশদারান স্ট্রিটে হাবিব দাউদ (৫৮) ও মরিয়মকে (২৭) গুলি করে হত্যা করে ।
তেহরান পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে মেহর জানায়, দাউদ ও তার মেয়ে একটি যানবাহনে যাচ্ছিল এবং
‘চালকের দিক থেকে তাদের ওপর চারবার গুলি ছোঁড়া হয়।
সংস্থা জানায়, দাউদ একজন ইতিহাসের শিক্ষক ছিলেন। পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।