তৈমুরকে নিয়ে ভয় পাচ্ছেন কারিনা

জন্মের পর থেকেই ক্যামেরার ফ্ল্যাশে তৈমুর আলি খান। তাকে বলিউডের প্রথম সারির স্টার কিড বলা হয়। কিন্তু, ছেলে সব সময় ক্যামেরার ফ্ল্যাশে থাকুক, তা বোধ হয় এবার না-পসন্দ মা কারিনা কাপুর খানের। আর তাই তো এবার ছেলেকে নিয়ে নিজের উদ্বেগের কথা প্রকাশ করলেন বেবো বেগম।

জি নিউজ এক প্রতিবেদনে জানায়, তৈমুরকে আর পাঁচজন শিশুর মত সাধারণ জীবন দিতে চান নবাব-বেগম। তাই তৈমুরের সব সময় ক্যামেরার ফ্ল্যাশে থাকা নিয়ে এবার আপত্তি প্রকাশ করলেন কারিনা। শুধু তাই নয়, এত ছোট বয়সে সব সময় ক্যামেরার ফ্ল্যাশে থাকা তৈমুরের জন্য একেবারেই সঠিক নয় বলেও মত প্রকাশ করেন কারিনা।

তৈমুর বড় হয়ে যেন ক্রিকেটার হয়, সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে এভাবেই নিজের ইচ্ছের কথা প্রকাশ করেন কারিনা কাপুর খান। যদিও, বড় হয়ে নিজের ইচ্ছেই পূরণ করুক তৈমুর, আগেই এ কথা জানিয়েছেন সাইফ আলি খান।

এস/