খ্যাতির মানে বোঝার আগেই তৈমুর আলি খান সেলেব হয়ে উঠেছে। করিনা বা সেফ নয়, এই খুদে স্টারকে দেখলেই পাপারাৎজিরা পিছু নেয়। তাই এখন থেকেই তৈমুরের ভক্তের সংখ্যা গুনে শেষ করা যায় না। এমনকী বলউডের এক নায়িকা তার সঙ্গে ডেটে যেতেও প্রস্তুত।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, তাপসি পান্নু নাকি ছোট্ট তৈমুরের সঙ্গে ডেটে যেতে চান। সম্প্রতি আসন্ন ছবি ‘বদলা’-র প্রচারে তাপসিকে জিজ্ঞাসা করা হয়, বলিউডের কোন অভিনেতার সঙ্গে ডেটে যেতে চান তিনি।
উত্তরে তাপসি বলেন, ‘‘বলিউড? আমি কি তৈমুরকে ডেটে নিয়ে যেতে পারি?’’ এমন উত্তর দিয়ে নিজেই হেসে ওঠেন তাপসি।
প্রসঙ্গত, খুব শীঘ্রই মুক্তি পাবে সুজয় ঘোষ পরিচালিত ‘বদলা’। ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, তাপসি পান্নু।