কাস্টিং কাউচ ফিল্ম ইন্ডাস্ট্রির খুব পরিচিত শব্দ। কেউ এ নিয়ে মুখ খোলেন। কেউ বা বলেন, সব ইন্ডাস্ট্রিতেই এই সমস্যা রয়েছে, তা হলে শুধুমাত্র সিনে ইন্ডাস্ট্রির দিকেই আঙুল ওঠে কেন?
এ বার প্রকাশ্যে কাস্টিং কাউচ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বলি অভিনেত্রী মাহি গিল। খবর আনন্দবাজার পত্রিকা।
মাহির বলেন, আমার সঙ্গে কয়েক বার এই ঘটনা ঘটেছে। আমার তো পরিচালকদের নামও মনে নেই। একবার এক পরিচালকের সঙ্গে দেখা করতে যেতে হয়েছিল। আমি সালোয়ার সুট পরে গিয়েছিলাম। তিনি বলেছিলেন, সালোয়ার পরে এলে কেউ সিনেমায় কাস্ট করবে না।
আবার অন্য এক পরিচালক বলেছিলেন, তোমাকে নাইটি পরে কেমন লাগে আমি দেখতে চাই। এ ধরনের লোক প্রচুর রয়েছে।
মাহি তার সেই সময়কার অভিজ্ঞতার কথা ব্যক্ত করে বলেন, সে সময় তিনি মুম্বইতে নতুন। ফলে কার সঙ্গে কী ভাবে দেখা করতে হবে, কিছুই জানতেন না। সেটার সুযোগ নিতেন অনেকে। না চাইতেও অনেক উপদেশ দিতেন। মাহির দাবি, এ সব পরিস্থিতির মোকাবিলা করতে সেই জায়গা ছেড়ে পালিয়ে আসতেন তিনি।
এইতো কিছুদিন আগেই কাস্টিং কাউচ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন কোরিওগ্রাফার সরোজ খান। এর আগে কখনও রাধিকা আপ্ত, কখনও ঊষা যাদব, কখনও বা শ্রী রেড্ডি কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন। মাহির বক্তব্যে ইন্ডাস্ট্রির এই অন্ধকার দিকটি আরও একবার সামনে এল।
আজকের বাজার/ এমএইচ