প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গৃহবন্দি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মার সাথে সময়টা বেশ ভালোই কাটছে তার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটির বহিঃপ্রকাশ, তা-ই বলছে।
কখনো আনুশকার সাথে রান্না করছেন, আবার কখনো ফুল গাছে পানি দিচ্ছেন, আবার কখনো টিকটকে সময় দিচ্ছেন।
আনুশকার সাথে এমন সুন্দর সময় কাটাতে পেরে খুশী কোহলি। তাই আনুশকার প্রতি আবারো ভালোবাসা প্রকাশ করলেন টুইটারে।
আনুশকার সাথে ছবি পোস্ট করে কোহলি টুইটে লিখেছেন, ‘তোমার ভালবাসা আমার পৃথিবীতে আলো এনেছে। আমার প্রত্যেকটি দিন তুমিই আলোকিত করে রাখ। তোমাকে ভালবাসি।’